বাংলা নববর্ষ-১৪৩২
Location: RAOWA Complex, Level-2 (Helmet Hall)
14 Apr 2025
সম্মানিত সদস্যবৃন্দ,
বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে আগামী ১লা বৈশাখ ১৪৩২ তারিখ, সোমবার রাওয়া হেলমেট হলে ১০৩০ ঘটিকা হতে বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে লেডিস এন্ড চিলড্রেল এ্যাফেয়ার্স সাব কমিটি এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্নভোজ। মধ্যাহ্নভোজের জন্য প্রতিটি কুপন ৫০০/-, মেহমান: ৮০০/- (সর্বোচ্চ – ০২ জন) এবং ড্রাইভার ২০০/- টাকা। কুপন পাওয়া যাবে: রাওয়া ফ্রন্ট ডেস্কে, মিরপুর এবং বারিধারা ডিওএইচএস পরিষদে। উল্লেখ্য যে, শুধুমাত্র কুপন প্রদর্শন সাপেক্ষে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হবে।
সেক্রেটারি জেনারেল